শাহারুখ আহমেদ

শাহারুখ আহমেদ

লেখকের ভূপৃষ্ঠে আগমন নব্বই-এর দশকে। গ্রাম: আলগীরচর, থানা: কেরানীগঞ্জ মডেল, জেলা: ঢাকা। পিতা শহিদুল হাসান: মাতা সেলিনা বেগম। লেখকের পিতা একজন শিক্ষক এবং চিকিৎসক; মাতা গৃহিণী।
নিজের অনিচ্ছায় পড়ালেখা করেছেন BBA নিয়ে। পাঠ চুকিয়ে এখন শিক্ষকতা এবং লেখালিখি করছেন। যদিও শৈশব থেকেই স্থানীয় পত্র-পত্রিকায় এবং সোস্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ছড়া, কবিতা, গল্প লিখেছেন। ছোটোবেলা থেকেই অনেক ভাবনা মাথায় ঘুরত, সেই ভাবনাগুলো সাজিয়ে ডায়ারিতে লিখে রাখ্য ছিল তাঁর অভ্যাস। লেখকের লেখাগুলো বন্ধু ও ভাইয়েরা পড়ত আর বলত- হীরে। তুই তো অনেক বড়ো লেখক হয়ে গেলিরে!
লেখক ক্ষুদ্র জীবনে বৃহৎ কিছু হওয়ার বাসনা করেন না। ঠিকঠাক মুমিন হয়ে মরতে পারলেই যথেষ্ট। এর ফাঁকে দুনিয়ার মানুষের জন্য কিছু করে যেতে পারলে, রেখে যেতে পারলে, তাতেই লেখকের জীবনের সার্থকতা।
স্ত্রী, বাবা-মা, ছোটো ভাইকে নিয়ে লেখক দুনিয়ার
মুসাফিরখানায় আলহামদুলিল্লাহ ভালোই আছেন।
'পথিক' তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস।

শাহারুখ আহমেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon